এক্সপ্লোর
কোচবিহারের কারজিপাড়া এলাকায় মাটির নীচ থেকে উদ্ধার কলসি ভর্তি প্রাচীন কড়ি
কোচবিহারের নাককাটিগছের কারজিপাড়া এলাকায় মাটির নীচ থেকে উদ্ধার কলসি ভর্তি প্রাচীন কড়ি। প্রাচীন নিদর্শন দেখতে ভিড় জমান পড়শিরা। জেলা প্রশাসন সূত্রে খবর, বিষয়টি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জানানো হবে।

























