Sputnik V Vaccine: কলকাতায় শুরু স্পুটনিক ভি টিকাকরণ
ভোট পরবর্তী অশান্তির প্রেক্ষাপটে ধর্ষণের জোড়া মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এই নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। সুপ্রিম কোর্টে আবেদনকারী পূর্ব মেদিনীপুরের খেজুরির এক পরিবারের অভিযোগ, তাঁদের চাপ দেওয়া হচ্ছে মামলা তুলতে। অভিযোগ শাসকপক্ষের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় এবার কি কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনের সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে বাদ যাবে মুকুল রায়ের নাম? তৃণমূলে প্রত্যাবর্তনের পর থেকেই জোরাল হচ্ছে জল্পনা। দোষী সাব্যস্ত হলে যেন শাস্তি পান মুকুল রায়, দাবি পরিবারের, কটাক্ষ করেছে বিজেপি।
‘গণতন্ত্রকে রক্ষা করতে দলত্যাগবিরোধী আইন পাস হয়েছে। আগামী দিনে সেই আইনের ব্যবহার হবে। অন্য দলে গেছেন, এবার বিজেপি দলের পদ ছেড়ে দেওয়া উচিত।’ মুকুল রায় প্রসঙ্গে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুরে সুর মেলালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোণায় অস্বস্তিতে বিজেপি। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান দলেরই শতাধিক কর্মী, সমর্থক। তাঁদের অভিযোগ, ওই নেতা দুর্নীতিগ্রস্ত। যদিও বিজেপি নেতার দাবি, বিরুদ্ধ গোষ্ঠীই এই বিক্ষোভের পিছনে রয়েছে। এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস বিজেপি নেতৃত্বের।
অটোর রড ভেঙে এফোঁড়-ওফোঁড় বুক। ৫ ঘণ্টার অস্ত্রোপচারে তরুণীকে বাঁচালেন এসএসকেএমের চিকিৎসকরা। ওই তরুণীর শিরদাঁড়া ও লিভার ফুটো করে দেয় অটোর রড। রবিবার অটো দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই তরুণী। ১৪ জনের মেডিক্যাল বোর্ড গড়ে অস্ত্রোপচার করা হয়। বের করা হল রড, স্থিতিশীল ধামাখালির বাসিন্দা ওই তরুণী।
এখন থেকে করোনা টিকা নিতে আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। কোউইন অ্যাপের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন অথবা বুকিং বাধ্যতামূলক নয়। ১৮ বছরের ঊর্ধ্বে সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নেওয়া যাবে টিকা, জানাল স্বাস্থ্যমন্ত্রক।
কলকাতায় শুরু স্পুটনিক ভি টিকাকরণ। মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে এসেছে ১,২০০ ডোজ। স্পুটনিক ভি টিকাকরণে ডোজ পিছু লাগছে ১,০০০ টাকা। হাসপাতালে গিয়ে নথিভুক্ত করতে হবে নাম। ২৩ জুন থেকে কলকাতার আরও দু’টি বেসরকারি হাসপাতালে মিলবে স্পুটনিক ভি।