Ekhon Kolkata (Seg 1): নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়, তৈরি চার পাতার প্রশ্নপত্র ।Bangla News
নির্দিষ্ট সময়ের ২০ মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। ডিভিশন বেঞ্চেও ধাক্কা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় নির্দেশ দিতে অস্বীকার করল ডিভিশন বেঞ্চ। নিয়ম অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নির্দেশ দিতে অস্বীকার। হাজিরা দিলেও যাতে গ্রেফতার করা না হয়, তার জন্য ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়। মামলা দায়ের না হওয়ায় এব্যাপারে নির্দেশ দিতে অস্বীকার করল ডিভিশন বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় কোনও নির্দেশ দিল না বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদনের পরামর্শ ডিভিশন বেঞ্চের।
সিবিআই সূত্রে দাবি, চার পাতার প্রশ্নপত্র তৈরি।
পশ্চিমবাংলায় স্বাধীনতার পরে এত বড় পাবলিক স্ক্যাম আর হয়নি, বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইয়ে তো পহলে ঝাঁসী হে, কাশি মথুরা বাকি হে। প্রাইমারির টেট টা ধরলে বাকি যা যা আছে সব বেরিয়ে যাবে। এসএসসি মামলা প্রসঙ্গে মন্তব্য শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, রঞ্জীত বাগ কমিটির যে রিপোর্ট পাবলিক ডোমেনে এসেছে তাতেই সকলের অভিযোগে শিলমোহর পড়েছে।