Ekhon Kolkata (Seg 1): যাদবপুরে বিজেপির মিছিলে ধুন্ধুমার, ঘটনায় গ্রেফতার ৭ বিজেপি কর্মী। Bangla News
জগদীপ ধনকড়-অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সীমা সংঘাত’। রাজ্যপালের আক্রমণ, পাল্টা জবাব অভিষেকের। "আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি। কলকাতা হাইকোর্টের ১ শতাংশ কয়েকজনকে রক্ষা করতে কীভাবে কাজ করছে। কীভাবে কেন্দ্রের সাথে একসঙ্গে এই কাজ করছে, কাল সেকথাই বলেছিলাম। মানুষ দেখছে, মানুষ জানে, কে আসলে সীমারেখা অতিক্রম করছে।" রাজ্যপালকে ট্যুইটে পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বিচারব্যবস্থার একাংশকে নিশানা করায় রাজ্যপালের তোপে অভিষেক। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল পদের যে সাংবিধানিক গড়িমা, বিজেপির দালালি করতে করতে জগদীপ ধনকড় আপনি সমস্ত সীমা অতিক্রম করে গেছেন। আপনি যে সাংসদকে ইঙ্গিত করে কথাগুলো বলছেন, সেই সাংসদ বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রাখেন। কোনও ক্ষেত্রে কোনও ব্যতিক্রমী পর্যবেক্ষণ ধরা পড়ে, সিস্টেমের প্রতি পূর্ণ সম্মান রেখে সেই ব্যতিক্রমী পর্যবেক্ষণ কোনও সাংসদ যদি প্রকাশ করে থাকেন, তাহলে তাঁকে এইভাবে আক্রমণ করার কোনও অধিকার বিজেপির এই দালালের নেই।“
যাদবপুরে বিজেপির মিছিলে ধুন্ধুমার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ বিজেপি কর্মীকে। পুলিশকে মারধর, খুনের চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।