Agartala Bangladeshi Arrest: আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি, পরিকল্পনা ছিল কলকাতায় আসার
Tripura Bangladeshi Arrest: ধৃত ৩ জনের দাবি কাজের খোঁজে কলকাতায় পাড়ি দেওয়ার কথা ছিল তাদের, এমনই খবর পুলিশ সূত্রে। আগরতলা রেল স্টেশন থেকে আজ বিকেলেই ট্রেনে করে কলকাতা আসার কথা ছিল তাদের।
প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা : অশান্ত বাংলাদেশ, একের পর এক আক্রান্ত হিন্দুরা, ত্রিপুরায় গ্রেফতার ২ জন বাংলাদেশি। আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে এই দুই ব্যক্তিকে। আগরতলা জিআরপিএস, আরপিএফ, বিএসএফ ও গোয়েন্দা দফতরের একত্রিত অভিযানের মাধ্যমে এই ২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, গ্রেফতারের পর ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার এই ৩ ব্যক্তিকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
আজ অর্থাৎ রবিবার বিকেলে ৩ জন সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখা যায় আগরতলা রেল স্টেশন চত্বরে। এদের মধ্যে ২ জন বাংলাদেশের নোয়াখালি জেলার বাসিন্দা। একজনের বয়স ১৯ বছর, নাম সুজন দাস। অন্যজনের বয়স ২০ বছর, নাম বিষ্ণু চন্দ্র দাস। আর একজন বাংলাদেশের হাবিগঞ্জ জেলার বাসিন্দা মহম্মদ মালেক, যার বয়স ৩০ বছর।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তিন যুবকের থেকে জানা গিয়েছে, তারা বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে আগরতলার কোনও সীমান্ত দিয়ে। কিন্তু কোন এলাকা দিয়ে তারা ঢুকেছে তা এখনও স্পষ্ট ভাবে জান যায়নি। ধৃত ৩ জনের দাবি কাজের খোঁজে কলকাতায় পাড়ি দেওয়ার কথা ছিল তাদের, এমনই খবর পুলিশ সূত্রে। আগরতলা রেল স্টেশন থেকে আজ বিকেলেই ট্রেনে করে কলকাতা আসার কথা ছিল তাদের। তবে সত্যিই কাজের খোঁজে তারা কলকাতায় আসছিল নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এদের কেউ পাঠিয়েছে কিনা তাও জানা হচ্ছে। এর পিছনে অন্য কারও হাত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ৩ যুবককে আদালতে পেশ করা হবে আগামীকাল।
এর আগে খোয়াই জেলায় ২ জন শিশু-সহ মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। দিল্লি থেকে আগরতলা হয়ে বাংলাদেশে অবৈধ ভাবে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল তারা। সেই সময়েই গ্রেফতার করা হয়। আগরতলা রেল স্টেশনে এর আগেও বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছে। অন্যান্য অনেক রেল স্টেশন থেকেও অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের আটক করা সম্ভব হয়েছে। গ্রেফতার হয়েছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা। কিন্তু বিএসএফের নজর এড়িয়ে বারবার কীভাবে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন- বাগে আসেনি বাঘিনী, 'যমুনা'-কে ধরতে নাস্তানাবুদ বনদফতর, তল্লাশিতে নেমেছে আধাসেনাও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।