Ekhon Kolkata (Seg-2):ফের ‘বঙ্গভঙ্গ’-এর দাবি বিজেপি বিধায়কদের, দাবিকে সমর্থন দিলীপ ঘোষের।Bangla News
‘উত্তরবঙ্গ আজও বঞ্চনা, শোষণের শিকার। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের জন্য মানুষের মধ্যে থেকেই দাবি উঠছে। উত্তরবঙ্গকে কি আলাদা রাজ্য করা সম্ভব? বিজেপির জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে সেই দাবি তুলেছেন’ অমিত শাহ (Amit Shah) আসার আগে দাবি মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি (BJP) বিধায়কের।
'যদি আমাদের কোনও এমএলএ-এমপিরা বলেন আলাদা উত্তরবঙ্গের। তাহলে এদের দাবিতে আমি একমত। এই সরকার যতদিন থাকবে, ততদিন উত্তরবঙ্গের উন্নয়ন সম্ভব। কেন উন্নয়ন হয়নি? উত্তরবঙ্গের মানুষ নিজেদের দাবির কথা বলেছেন।' আলাদা উত্তরবঙ্গ নিয়ে বিজেপি বিধায়কদের দাবি সমর্থন করে মন্তব্য দিলীপ ঘোষের।
“দেশ ভাগ করতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি বলে বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না। তাহলে ইউনেস্কোর স্বীকৃতি কীভাবে পায় বাংলা ? সৌরভের বাড়িতে যাবেন অমিত শাহ, তাতে অসুবিধা কোথায় ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের অধিকারের মধ্যে থাকুন। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়”। কড়া বর্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।