এখন কলকাতা (Seg 2): হাইকোর্টের কড়াকড়ি আছে, বেশি লোক পাঠাবেন না: মুখ্যমন্ত্রী | Bangla News
'গঙ্গাসাগরে বেশি লোক পাঠাবেন না। হাইকোর্টের কড়াকড়ি আছে', বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) প্রসঙ্গে আদালতের নির্দেশ মেনে চলতে বলেন। তাকে কটাক্ষ করে কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, "গঙ্গাসাগরে যাবে না, তখন আদালতে বলার দরকার ছিল। এখন কেন বলছেন গঙ্গাসাগরে কেউ যাবেন না? গঙ্গাসাগর মেলা করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। হিন্দি বলয়ে একটা বার্তা দিতে চাইছেন যে দেখ আমি কত বড় ধার্মিক।"
এদিকে, গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) ওপর নজরদারির জন্য গঠিত কমিটি থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বাদ দেওয়া নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। রাজ্য সরকার তাঁকে ভয় পায় বলে দাবি শুভেন্দু অধিকারীর। তুচ্ছ মানুষকে কেন ভয় পাবে? পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।
অন্যদিকে, শেষ পর্যায়ে ভোট দিতে পারবেন কনটেনমেন্ট জোনের ভোটাররা। ২২ জানুয়ারি ৪ পুরসভায় ভোট নিয়ে নির্দেশিকা কমিশনের। ২২ জানুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট। বিকেল ৪টা থেকে এক ঘণ্টা কনটেনমেন্ট জোনের জন্য বরাদ্দ। একই সময় ভোট দিতে পারবেন করোনা পজিটিভরাও। নোডাল স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে ভোট, জানাল কমিশন।
পাহাড়ে শিলাবৃষ্টি। কলকাতাতেও (Kolkata) রাতভর ধারাপাত। শীতের লেপকম্বল, পিঠে-পুলি-পায়েসের আয়েশ উধাও। অবস্থা এমনই, যে জানুয়ারির প্রথমেও মাথায় ছাতা। অসময়ে বৃষ্টিতে নাজেহাল কলকাতা থেকে দক্ষিণবঙ্গ। পাহাড়েও একই ছবি। শিলাবৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে। কোথাও কোথাও আবার সকালের দিকে ছিল কুয়াশার দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে।