এখন কলকাতা (Seg 2): স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে ৭ দিন সময় চাইল রাজ্য | Bangla News
স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে (Calcutta High Court)সময় চাইল রাজ্য। কলকাতা হাইকোর্টে এক সপ্তাহ সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
এবার গাইঘাটার (Gaighata) বাগদার উত্তর বাগনায় পিকনিকের আয়োজন শান্তনু ঠাকুরের (Shantanu Thakur)। উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরও (Subrata Thakur)। 'সম্পর্ক যাত্রার অঙ্গ হিসেবেই পিকনিকের আয়োজন। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতেই পিকনিক', দাবি শান্তনুর। ‘সাংসদ এলাকায় পিকনিক তাই রাজ্য নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়নি’, জানালেন শান্তনু ঠাকুর। বাজেট অধিবেশনে যোগ দিতে ৩০ জানুয়ারি দিল্লি যাচ্ছেন শান্তনু ঠাকুর, সূত্র মারফত জানা যাচ্ছে।
বিধানসভায় মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক (MLA) পদ খারিজ মামলার শুনানি শেষ। মুকুল রায় এখনও বিজেপিতেই (BJP) আছেন, শুনানিতে দাবি তাঁর আইনজীবীর। ‘মুকুল রায় যখনই কোনও মন্তব্য করেছেন, বিজেপির পক্ষেই বলেছেন’, দাবি মুকুল রায়ের আইনজীবীর। ‘নিজের ট্যুইটার হ্যান্ডেলেই মুকুল রায় দাবি করেন, তিনি তৃণমূলে আছেন’, পাল্টা দাবি বিজেপির আইনজীবীর। সামনের সপ্তাহেই এই মামলায় রায় ঘোষণার সম্ভাবনা।'
সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, তাঁর বিভিন্ন রক্ত পরীক্ষার ফল উদ্বেগজনক নয়। রাইলস টিউবের মাধ্যমে সন্ধ্যা মুখোপাধ্যায়কে তরল খাবার দেওয়া হচ্ছে। জেনারেল কোভিড বেডে রয়েছেন গীতশ্রী। হাসপাতাল সূত্রে খবর, গতকালের বিপদ এড়ানো গেছে। তবে এখনও লিভারে এনজাইম বেশি আছে। সামান্য অক্সিজেন সাপোর্ট লাগছে। হিমোগ্লোবিন কিছুটা কম। ফুসফুসে সংক্রমণ রয়েছে।