TMC News : কোর কমিটির বৈঠকে অনুপস্থিত অভিষেক। 'পিসি-ভাইপোর ছায়াযুদ্ধের খেলা' দেখছেন শঙ্কর ঘোষ
ABP Ananda LIVE : কোর কমিটির বৈঠকে অনুপস্থিত অভিষেক। 'পিসি-ভাইপোর ছায়াযুদ্ধের খেলা' দেখছেন শঙ্কর ঘোষ। জেলায় জেলায় ভূতুড়ে ভোটার, নির্বাচন কমিশনে তৃণমূল। কোর কমিটির বৈঠক শেষ হতেই নির্বাচন কমিশনে তৃণমূল। CEO দফতরে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। ভুয়ো ভোটার নিয়ে চাপ বাড়াতে এবার নির্বাচন কমিশনে তৃণমূল। জেলায় জেলায় ভূতুড়ে ভোটার, নির্বাচন কমিশনে তৃণমূল। কোর কমিটির বৈঠক শেষ হতেই নির্বাচন কমিশনে তৃণমূল। CEO দফতরে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। ভুয়ো ভোটার নিয়ে চাপ বাড়াতে এবার নির্বাচন কমিশনে তৃণমূল।
Jadavpur University Chaos: যাদবপুরকাণ্ডে গাড়ির চালক-সহ ব্রাত্য বসুর বিরুদ্ধে FIR ! 'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র..'
'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র',যাদবপুরকাণ্ডে ইতিমধ্যেই ৩ দিন পার। হাইকোর্টের তীব্র ভর্ৎসনা। বামেদের তত্ত্ব উড়িয়ে দিয়েছে শাসক নেতা দেবাংশুরা। বিতর্কের শেষ নেই। প্রকৃত কী ঘটেছিল, তা বোঝাতে, গতকয়েকদিনে সাংবাদিক সম্মেলন করে, তোলা হয়েছে ফ্রেমের পর ফ্রেম। অবশেষে ৪ দিনের মাথায়, গাড়ির চালক-সহ ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে, যাদবপুর থানায় FIR দায়ের করা হয়েছে।


















