এখন কলকাতা (Seg 1): কার্যত বিরোধীশূন্য করে চার পুরসভাতেই জোড়াফুলের ঝড় | Bangla News
চার পুরসভা নির্বাচনের ফলঘোষণা আজ। চার পুরসভাতেই সবুজ ঝড়।
কার্যত বিরোধীশূন্য করে চার পুরসভাতেই জোড়াফুলের ঝড়। চার পুরসভার ২২৬টি ওয়ার্ডের মধ্যে ১৯৮টি তৃণমূল কংগ্রেসের (TMC)।
বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যে খুলছে স্কুল। করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের। বুধবার থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও খোলার নির্দেশ সরকারের। কীভাবে বিধিনিষেধ মেনে ক্লাস শুরু, নির্দেশিকা দেবে স্বাস্থ্য দফতর। আপাতত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে করোনার বিধিনিষেধ। প্রায় ২ বছর পরে রাজ্য খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। করোনার জন্য ২০২০ থেকে রাজ্যে বন্ধ প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। ১১টার বদলে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল কড়াকড়ি।
এবিষয়ে চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar) বলেন, "এটা খুব ভালো খবর। আমার মনে হয় ছেলে মেয়েরা, শিক্ষক শিক্ষিকারা এই খবরের অপেক্ষায়ই ছিলেন। এখন আমাদের সংক্রমণের হার অনেকটাই কম। আমরা সাবধানে স্কুলটা শুরু করি।"