Howrah: সোশ্যাল মিডিয়ায় আসক্তির জেরেই কি 'খুন'? হাওড়ায় জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য | Bangla News
হাওড়ায় (Howrah) জোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হাওড়ার চ্যাটার্জিহাটে বহুতল থেকে উদ্ধার হয়েছে জোড়া দেহ। স্বামী-স্ত্রী-র দেহ উদ্ধার হয়েছে। ফ্যানে ঝুলন্ত অবস্থায় গৃহকর্তার দেহ উদ্ধার। স্ত্রী-র দেহ মেঝেতে চাদর দিয়ে ঢাকা অবস্থায় ছিল। মহিলার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। মৃতের মেয়ে জানায়, তাঁর মায়ের সোশ্যাল মিডিয়ায় আসক্তি ছিল। বাবা তা পছন্দ করতেন না বলে জানা যাচ্ছে। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এদিকে, পুরভোটে সন্ত্রাস করতে গেলে কড়া হাতে ব্যবস্থা নেবে পুলিশ, পার পাওয়া যাবে না শাসকদলের কর্মী বলে। উত্তর ২৪ পরগনার ইছাপুরের সভায় দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিক (Partha Bhowmick)। পুরোটাই আইওয়াশে চেষ্টা বলে পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা। তুঙ্গে রাজনৈতিক তরজা।
সমস্ত শো
![Ekhon Kolkata : টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/51f23a91d332860be5cddac526409cee1670683858574170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/145b7d70a5af40543422be389ec81df71670597412121229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/145b7d70a5af40543422be389ec81df71670597412121229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/00c53c87c0ff1aad008e78f59df61dbb167042882066049_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/00c53c87c0ff1aad008e78f59df61dbb167042882066049_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)