ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৩.১০.২০২৪) পর্ব ১: নৃশংস হত্যাকাণ্ডের আড়াই মাস পর কী চাইছে পরিবার? কী মত CBI-এর ভূমিকায়?
Ghanta Khanek Sange Suman: বিচার চেয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি তিলোত্তমার মা-বাবার । প্রথম ঘোষণা এবিপি আনন্দর স্টুডিওতেই । টেলিভিশন স্টুডিওয় তিলোত্তমার মা-বাবা । নৃশংস হত্যাকাণ্ডের আড়াই মাস পর কী চাইছে পরিবার? ক্রমশ পিছনে সরছে ন্যায়বিচারের দাবি? কী মত CBI-এর ভূমিকায়?
'সিবিআইয়ের ওপর ১০০ শতাংশ ভরসা আছে। সুপ্রিম কোর্ট যেভাবে মনিটর করছে, তাতে আশা আছে বিচার পাব। সময় দিচ্ছি। কারণ এভিডেন্স কিছুটা লস হয়েছে। ভরসা রাখছি সিবিআইয়ের ওপরে। সলিসিটার জেনারেল বলেছেন, সিবিআই আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এটা ঠিক?' বললেন নির্যাতিতার বাবা।
মাঝে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার গেছে সিবিআইয়ের হাতে। এখনও পর্যন্ত এই ঘটনায় একটিই মাত্র চার্জশিট জমা দিতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর তাতেও মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই।
সমস্ত শো
![ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.০২.২৫): CBI-র চার্জশিটে একের পর এক প্রভাবশালী ! 'রাত হলেই দুষ্কৃতীদের দখলে সেন্ট্রাল অ্যাভিনিউ’,বিস্ফোরক TMC কাউন্সিলর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/60d22c250c5d77ea02449d1c23bc4e0b1739586808678968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/4406ea6cbc72fd5df92b35e5bc164bcd1739586595941968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/cd8d0ced02d6aed71dc36353db769b6b1739503827993968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/26a3c34b560ef907ce0d79aef29a48b91739503688713968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/a29a7be2fd636ce1df192b7f07db650f1739422322104968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)