Ghanta Khanek Sange Suman (২৯.১০.২০২৪) পর্ব ২ : কার্নিভালে গ্রেফতার পুরসভার চিকিৎসক তপোব্রতর বিরুদ্ধে তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: দুই ২৪ পরগনা থেকে পুরুলিয়া-অন্ডাল, জেলায়-জেলায় আবাস 'দুর্নীতি'র বিরুদ্ধে বিক্ষোভ। এবার মন্ত্রী-সাংসদের সামনে তৃণমূলেরই বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে গোসাবায় তুলকালাম। রেশন-দুর্নীতিতে ফের কাঠগড়ায় তৃণমূল নেতা, ৮ কোটির জরিমানা। ৭ বছর ধরে রেশন-দুর্নীতির অভিযোগ, এতদিন কী করছিল খাদ্য দফতর? কার্নিভালে গ্রেফতার পুরসভার চিকিৎসক তপোব্রতর বিরুদ্ধে তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ। "আর জি কর আন্দোলন সামলানো অভিষেকের লেভেলের নয়, ওটা মুখ্যমন্ত্রীর ব্যাপার ছিল"। বিস্ফোরক মন্তব্য মদনের, 'অবাঞ্ছিত' বলে আক্রমণ কুণালের।
আরও খবর..
মুর্শিদাবাদের বড়ঞায় দলের বিজয়া সম্মিলনীতে গরহাজির জীবনকৃষ্ণ সাহা। তাঁকে ডাকাই হয়নি বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। শুধুমাত্র কাগজে সই-সাবুদে সীমাবদ্ধ বিধায়কের ক্ষমতা, দলের কাজে ব্যবহার না করার নির্দেশ রয়েছে, প্রকাশ্যে জানাল তৃণমূল জেলা নেতৃত্ব। বিরোধীদের কটাক্ষ, নেপথ্যে গোষ্ঠীকোন্দল।
৮০ দিন পার, এখনও মেলেনি বিচার। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তদন্তে গতি আনতে CBI-এর ওপর চাপ বাড়াতে CGO অভিযান, দাবি আন্দোলনকারীদের। সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।