ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.১০.২৪) পর্ব: ১ - ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, তোলা হল ১০ দফা দাবি
টানা পঞ্চান্ন দিন কর্মবিরতি চালানোর পর কদিন আগে, আংশিক কাজে ফিরেছিলেন জুনিয়র ডাক্তাররা। এর দশদিনের মাথায়, আটঘণ্টা জেনারেল বডি মিটিং করে, দশ দফা দাবি তুলে, ফের মেডিক্য়াল কলেজ হাসপাতালগুলোতে লাগাতার পূর্ণ কর্মবিরতি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। আর এর জেরে, উৎসবের মরশুমেও সেই রোগী ভোগান্তির ছবি দেখতে পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ফের পুরোদমে কর্মবিরতির পথে হাঁটলেন জুনিয়র ডাক্তাররা। যদিও অনেকের মনেই প্রশ্ন উঠছে, কেন গতকাল সর্বোচ্চ আদালতের শুনানিতে, জুনিয়র ডাক্তারদের দাবিগুলো জোরালভাবে তুলে ধরলেন না তাঁদের আইনজীবী? সাগর দত্ত হাসপাতালে হামলার কথা না বলে, কেন OPD-IPD-র তে কাজে ফেরার কথা বলে, কেন আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা হল?
সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তোলপাড়ের মাঝেই এবার বর্ধমান মেডিক্য়াল, হুমকি এবং কটূক্তির অভিযোগ তুললেন মহিলা জুনিয়র চিকিৎসক।
যার জেরে ফের একবার প্রশ্ন উঠল হাসপাতালের নিরাপত্তার নিয়ে। প্রশ্ন উঠছে, এক চিকিৎসকের মর্মান্তিক পরিণতির পঞ্চান্ন দিন পরেও, কেন হাসপাতালের সুরক্ষা নিশ্চিত করতে পারল না রাজ্য় সরকার? প্রসঙ্গত রাজ্য়ের ধীরগতি নিয়ে গতকালই বিরক্তিপ্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।