ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৭.০৭.২১) যুব মোর্চার সভাপতির পদ ছেড়েই বিদ্রোহী সৌমিত্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাবুল-দেবশ্রী বাদ। প্রতিমন্ত্রী শান্তনু, জন বার্লা, নিশীথ, সুভাষ। রাজ্য বাজেটে জমি-বাড়ি কেনায় স্বস্তি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন
যুব মোর্চার সভাপতি পদে ইস্তফা দিয়ে, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন সৌমিত্র খাঁ। ফেসবুকে বিরোধী দলনেতাকে নিশানা করেছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ও। যদিও, শুভেন্দু অধিকারী সৌমিত্রর আক্রমণে কোনও গুরুত্ব দিতে চাননি।
বিজেপির ঘরোয়া কোন্দল এবার প্রকাশ্যে। দিলীপ ঘোষকে খোঁচা দিয়ে সৌমিত্র খাঁ বলেন, আমাদের দলের সভাপতি অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না। পাল্টা সুর চড়িয়েছেন দিলীপ ঘোষও। বুধবার দুপুরে যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেও, রাতে তা প্রত্যাহার করেন সৌমিত্র খাঁ।
করোনা আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হল হর্ষ বর্ধনকে। তাঁর জায়গায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন মনসুখ মাণ্ডব্য। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা ঢাকতেই কি সরানো হল হর্ষবর্ধনকে? একসুরে প্রশ্ন তুলছে বিজেপি বিরোধী দলগুলি। গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়া আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। বিচ্ছিন্নতাবাদী শক্তি বিজেপি। আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। জন বার্লাকে মন্ত্রী করায় বিজেপিকে কটাক্ষ করেছে বাম ও কংগ্রেস। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।