এক্সপ্লোর
Advertisement
হয় মা নয় বৌমা: ২০১৯-এ সুইৎজারল্যান্ড ভ্রমণের একটি ভিডিও পোস্ট করেছেন সন্দীপ্তা সেন, সঙ্গে রয়েছে কলকাতার রাস্তায় তোলা অন্য একটি ভিডিও
ভিন্ন সময়, ভিন্ন দুটি দেশ আনন্দের উচ্ছ্বাসে গানের সুরে বাঁধা। ২০১৯-এ সুইৎজারল্যান্ড ভ্রমণের একটি ভিডিও পোস্ট করেছেন সন্দীপ্তা সেন। সঙ্গে রয়েছে কলকাতার রাস্তায় তোলা অন্য একটি ভিডিও।
মনামী ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁর নতুন এই ভিডিও।
মান্না দের গাওয়া গানই গিটার বাজিয়ে গাইলেন আকাশ ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেছেন তিনি।
শ্যুটিংয়ের ফাঁকেই গানের সুরে দু’টি ভিডিওয় আলাদা মেজাজে ধরা দিলেন ঐন্দ্রিলা। প্রকাশ্যে এল তাঁর এই ভিডিও দু’টি।
স্বাদেই সেরা আনন্দ। আর খাওয়ার বিষয়ে রোহন ভট্টাচার্য একটু বিশেষ যত্নবান। দেখুন, রোহনের রসনা বিলাসের এই ভিডিওটি।
ছবির কোলাজে তৃণার সম্মোহন। আর এই কোলাজের সঙ্গেই প্রকাশ্যে এল তৃণার মনের কথাও। কোলাজ দেখে কী ভাবছেন তৃণা? দেখুন।
সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা পোস্ট করলেন তাঁর নতুন এই ভিডিওটি।
হিন্দি ধারাবাহিকের ভাইরাল সংলাপে মজার ভিডিও বানালেন নীল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ভিডিও।
চোখের ইশারায় মন কোথায় হারায়, কে জানে? গানে গানে যেন সেই প্রশ্নই রাখলেন শ্রীতমা রায়চৌধুরী।
ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এর শ্যুটিংয়ের অবসরে রাধিকা সেন আর পায়েল সেন একসঙ্গে হয় মা নয় বউমা-র মুখোমুখি। সিরিয়ালের কাহিনিতে তাঁদের সম্পর্ক আর বাস্তবে তাঁদের সম্পর্কের ছবিটা পাশাপাশি রাখলে কেমন দেখাবে? উত্তর মিলল তাঁদের আড্ডাতেই।
মনামী ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁর নতুন এই ভিডিও।
মান্না দের গাওয়া গানই গিটার বাজিয়ে গাইলেন আকাশ ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেছেন তিনি।
শ্যুটিংয়ের ফাঁকেই গানের সুরে দু’টি ভিডিওয় আলাদা মেজাজে ধরা দিলেন ঐন্দ্রিলা। প্রকাশ্যে এল তাঁর এই ভিডিও দু’টি।
স্বাদেই সেরা আনন্দ। আর খাওয়ার বিষয়ে রোহন ভট্টাচার্য একটু বিশেষ যত্নবান। দেখুন, রোহনের রসনা বিলাসের এই ভিডিওটি।
ছবির কোলাজে তৃণার সম্মোহন। আর এই কোলাজের সঙ্গেই প্রকাশ্যে এল তৃণার মনের কথাও। কোলাজ দেখে কী ভাবছেন তৃণা? দেখুন।
সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা পোস্ট করলেন তাঁর নতুন এই ভিডিওটি।
হিন্দি ধারাবাহিকের ভাইরাল সংলাপে মজার ভিডিও বানালেন নীল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ভিডিও।
চোখের ইশারায় মন কোথায় হারায়, কে জানে? গানে গানে যেন সেই প্রশ্নই রাখলেন শ্রীতমা রায়চৌধুরী।
ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এর শ্যুটিংয়ের অবসরে রাধিকা সেন আর পায়েল সেন একসঙ্গে হয় মা নয় বউমা-র মুখোমুখি। সিরিয়ালের কাহিনিতে তাঁদের সম্পর্ক আর বাস্তবে তাঁদের সম্পর্কের ছবিটা পাশাপাশি রাখলে কেমন দেখাবে? উত্তর মিলল তাঁদের আড্ডাতেই।
সমস্ত শো
হয় মা নয় বৌমা
অনির্বাণের বাঁকা কথা রাই কি আদৌ গায়ে মেখেছে? নাকি দিয়েছে পাল্টা জবাব?
ডোনা আর অয়ন শীতের দুপুরে ময়দানে কী করতে গিয়েছেন? প্রেম করছেন? গল্পটা কী বলুন তো?
সাজঘরে ঘোরতর বাকযুদ্ধ ! রোশনাইয়ের শ্যুটিংয়ের ফাঁকে সাজঘরে কি নিয়ে বাধল গোলযোগ?
দাদুর কথায় সিনে এবার এন্ট্রি নেবে রায়ান। তারপর কী হবে? শোনা যাক ঈশানী আর উদয়ের বয়ান
দর্শকের ভালবাসা জিতে হাজার পর্বে পা রাখল দিদি নম্বর ওয়ান। ছোটপর্দায় সাফল্যের সফরের স্মৃতি চারণে কী বললেন রচনা?
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement