Hoy Maa Noy Bouma : সাজঘরে ঘোরতর বাকযুদ্ধ ! রোশনাইয়ের শ্যুটিংয়ের ফাঁকে সাজঘরে কি নিয়ে বাধল গোলযোগ?
ABP Ananda LIVE : সাজঘরে ঘোরতর বাকযুদ্ধ শুরু হয়ে গেল! রোশনাইয়ের শ্যুটিংয়ের ফাঁকে সাজঘরে কি নিয়ে বাধল গোলযোগ? সিরিয়ালের চট্টোপাধ্যায় পরিবারের সম্পর্কই কি বাস্তবে তারকাদের মধ্যেকার সমীকরণ? মানে, গন্ডগোল কি সাংসারিক না ব্যক্তিগত? গন্ডগোল আদৌ আছে না ঠাট্টা ইয়ার্কি উচ্চস্বরে চলছে... স্বাভাবিক বাঙালি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে... চলুন তো দেখি!
আরও খবর,
এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? নারী স্বাধীনতা খর্ব হচ্ছে বাংলাদেশে? গোপালগঞ্জে আজ থেকে বাজারে যাওয়া নিষেধাজ্ঞা জারি মহিলাদের। ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। 'এটাই হওয়ার ছিল আসতে আসতে বাংলাদেশ প্রস্তর যুগে চলে যাবে এবং আফগানিস্তানের মত হয়ে যাবে। বাংলদেশে যারা পিছন কলকাঠি নাড়ছে তারা চাইছে বাংলাদেশ আসতে আসতে খিলাফত শাসনের দিকে নিয়ে যেতে'। মন্তব্য ব্রিগেডিয়ার দেবাশিস দাসের । বাংলাদেশে গণতন্ত্রের 'গণহত্যা'। হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে। সুনামগঞ্জে একের পর এক বাড়ি-দোকান ভাঙচুর ভাঙা হয়েছে অন্তত ২টি মন্দির। মন্দিরে ভাঙচুর করে লুঠপাঠ চালায় দুষ্কৃতীরা। দোয়ারাবাজার থানা এলাকায় মঙ্গলারগাঁও গ্রামেও আক্রান্ত হিন্দুরা। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর, দোকান ভাঙচুর। পঞ্চগড় জেলার বোদা উপজেলাতেও একাধিক মন্দির ভাঙচুর। পুলিশের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে অভিযোগ।