এক্সপ্লোর
দেখুন: সময়সীমার ১ মিনিট আগে দৌড়তে দৌড়তে গিয়ে মনোনয়ন জমা দীনেশ বাজাজের
রাজ্যসভার ভোটে পঞ্চম আসনে, একেবারে শেষ মূহূর্তে, কার্যত দৌড়তে দৌড়তে গিয়ে মনোনয়ন জমা দিলেন দীনেশ বাজাজ। প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী হিসেবে। সমর্থন দিচ্ছে তৃণমূল। আজ মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ছিল দুপুর তিনটের সময়। একেবারে শেষ মূহূর্তে ২টো বেজে ৫৯ মিনিটে মনোনয়ন জমা দেন দীনেশ বাজাজ। এর আগে পঞ্চম আসনে মীরা কুমারকে প্রার্থী করার চেষ্টা করে তৃণমূল ও কংগ্রেসের একাংশ। কিন্তু মীরা কুমারের নামে তীব্র আপত্তি জানায় প্রদেশ কংগ্রেস, কারণ বাম-কংগ্রেস যৌথ প্রার্থী হিসেবে লড়ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এরপরেই দীনেশ বাজাজকে সমর্থনের সিদ্ধান্ত নেয় তৃণমূল।

























