Corona: দেশে একদিনে করোনা আক্রান্ত দেড় লক্ষ পার, ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্ত ৫৫২ | Bangla News
বাংলায় দৈনিক সংক্রমণ পৌঁছে গেল ২৪ হাজার ২৮৭তে। কলকাতায় একদিনে সংক্রমিত ৮ হাজার ৭১২। উত্তর ২৪ পরগনায় ৫ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ। রাজ্যে সংক্রমণের হার বেড়ে ৩৩.৮৯ শতাংশ।
দেশে করোনার তৃতীয় ঢেউয়ে লাগামহীন সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজারের দোরগোড়ায়। মৃত্যু ৩২৭ জনের। একদিনে ওমিক্রনে (Omicron) আক্রান্ত ৫৫২ জন।
করোনার লাগামছাড়া সংক্রমণ। তবু বিধিভঙ্গের অভিযোগ। বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে গুজরাতে ম্যারাথনের আয়োজন।
বাজেট অধিবেশনের আগেই করোনার (Corona) কবলে সংসদ। এক তৃতীয়াংশের বেশি কর্মী করোনা আক্রান্ত। সংসদের (Parliament) দুই কক্ষের ৪০২ জন কর্মী সংক্রমিত। প্রত্যেকেই রয়েছেন হোম আইসোলেশনে।
করোনা (Corona) সংক্রমণ ঠেকাতে ত্রিপুরায় (Tripura) জারি হচ্ছে নাইট কার্ফু। ১০ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নাইট কার্ফু (Night Curfew) জারি থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি থাকবে ত্রিপুরায়। সিনেমা হল, স্টেডিয়াম, পার্কে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। জিম ও সুইমিং পুলেও খুব কম সংখ্যক মানুষ প্রবেশ করতে পারবেন।