Najare 9 Taa: দিল্লিতে হিংসার ঘটনায় কলকাতা থেকে গ্রেফতার ১, অভিযোগ উস্কানির | Bangla News
দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার
হিংসায় উস্কানির অভিযোগে তমলুক থেকে গ্রেফতার ফরিদ ওরফে লিটু । তমলুক থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। জাহাঙ্গিরপুরী-হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার। তমলুকের ধলহারা থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত ফরিদ। ‘২২ এপ্রিল দিল্লি থেকে তমলুকে আসে ফরিদ ওরফে লিটু ৩৪ বছর আগে মহিষাদল থেকে দিল্লিতে যায় ফরিদের পরিবার’। দিল্লি-হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার, খবর সূত্রের
এবার তোলাবাজি রুখতে কড়া বার্তা তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra)। ‘মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বারবার বলেছেন দলকে সামনে রেখে তোলাবাজি নয়। প্রতারণার অভিযোগ উঠলে পুলিশ বা আমার অফিসে লিখিত অভিযোগ করুন। ভয় পাবেন না, চোর-প্রতারককে ভয় পাওয়ার কারণ নেই। যতই প্রভাবশালী হোক, একদিন না একদিন ধরা পড়বেই। দয়া করে এগিয়ে আসুন। চলুন এই চক্রগুলিকে বন্ধ করি’। ফেসবুকে পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর।
স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার। আর তার জেরেও শুরু রাজনৈতিক তরজা। ছুটি নিয়েও সংঘাতে বিজেপি। 'দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে বন্ধ হয় স্কুল। এই ধরনের সিদ্ধান্তর জন্যই উত্তরবঙ্গে জন্ম নেয় আলাদা রাজ্যের দাবি।' ট্যুইট শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের। 'উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতো নয়। সেক্ষেত্রে ২ মে থেকে গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।' শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Education Minister Bratya Bose) চিঠি দিয়ে এমনটাই আর্জি শিলিগুড়ির বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষের।