Corona Update: নজরে ৯ চটজলদি: রাজ্যে একদিনে করোনা সংক্রমণ ২,০০০ পার, কলকাতায় আক্রান্ত হাজারের বেশি। Bangla News
রাজ্যে একদিনে কোভিড সংক্রমণ ফের ২০০০ পার। গত একদিনে রাজ্য়ে করোনায় আক্রান্ত ২১২৮ জন। মৃত্যু ১২ জনের। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। কলকাতায় সংক্রমিত ১০৯০। মৃত ৪।
জুনের পর রাজ্যে ফের দৈনিক সংক্রমণ পৌঁছাল ২০০০-এ। গত ২৪ ঘণ্টায় দ্বিগুণ সংক্রমণ বেড়েছে রাজ্যে। গত ৪ দিনে সংক্রমণ বাড়ল ৫ গুণ।
করোনার সংক্রমণের নিরিখে দেশের চতুর্থ স্থানে বাংলা। দেশের আটটি জেলার মধ্যে কলকাতায় পজিটিভিটি রেট ১২.৫ শতাংশ। বাংলায় বেড়েছে সাপ্তাহিক পজিটিভিটি রেট, জানাল কেন্দ্রী স্বাস্থ্যমন্ত্রক।
এক সপ্তাহের মধ্যেই রাজ্য়ে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সতর্কবার্তা স্বাস্থ্য দফতরের। ৩০-৩৫ হাজার সংক্রমণের আশঙ্কা। RTPCR দ্বিগুণ করার নির্দেশ।
শিয়ালদার আর আহমেদ ডেন্টাল কলেজে করোনার থাবা। কলেজের অধ্যক্ষ সহ করোনা আক্রান্ত অন্তত ১২ জন চিকিৎসক। সবাইকে রাখা হয়েছে আইসোলেশনে। সংস্পর্শে আসাদের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।
করোনা আক্রান্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার (Swapan Samaddar)। আজ রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতেই রয়েছেন মেয়র পারিষদ, গলায় ব্যাথা রয়েছে। শপথগ্রহণের পরই আক্রান্ত তিনি। কলকাতা পুরসভার মেয়রের ঘরের ১ জন কর্মীও করোনা আক্রান্ত।
করোনা আবহে কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। আপাতত কলকাতায় ব্রিটেনের উড়ান নামার উপর নিষেধাজ্ঞা। ৩ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা জারি। অন্য দেশ থেকে আসা যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। নিজের খরচেই কোভিড পরীক্ষা করতে হবে যাত্রীদের। রাজ্যের তরফে চিঠি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে।