IND Vs Pakistan: পূর্ণম প্রত্যাবর্তনের কৃতিত্ব কার ? বিএসএফকে ধন্যবাদ শুভেন্দুর | Operation Sindoor
ABP Ananda Live: উৎকণ্ঠার অবসান। ২২ দিন পর পাকিস্তান থেকে মুক্তি পেলেন বাংলার BSF জওয়ান। আটারি-ওয়াঘা সীমান্তে পূর্ণমকে বিএসএফের হাতে তুলে দিল পাক রেঞ্জার্স। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পর BSF কনস্টেবল পূর্ণমকুমার সাউ। সংঘাতের আবহে পাকিস্তান থেকে মুক্তি। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন রিষড়ার জওয়ান। পহেলগাঁওকাণ্ডের পর উপত্যকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি। সোপিয়ানে অপারেশন কেল্লারে উদ্ধার AK সিরিজের জোড়া রাইফেল, ম্যাগাজিন, গ্রেনেড, সোলার প্যানেল, ওয়াকি টকি। সোপিয়ানে আলাদা যোগাযোগের মাধ্যম তৈরি করেছিল জঙ্গিরা। কথোপকথন নজরদারিতে না ধরা পড়ার জন্য ওয়াকিটকিতে কথা বলত এনক্রিপটেড পদ্ধতিতে। সূত্রের খবর। সেনাবাহিনীর সাফল্যকে সম্মান জানাতে শনি ও রবিবার ব্লকে ব্লকে কর্মসূচির ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল বিজেপির।
All Shows






























