Firhad Hakim : 'এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও', পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE 'এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও', পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের । মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কীভাবে অস্ত্র ঢুকছে?' । মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলছে, তাহলে ধরার ব্যবস্থা করতে হবে' । 'এটা আমার কাজ নয়, পুলিশকে আটকাতে হবে' 'উত্তরপ্রদেশ, বিহার, গুজরাতের কালচার বাংলায় চলবে না'
আরও খবর..
এবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদের । আর জি করকাণ্ডে টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । 'এতগুলো টিএমসিপির ছেলে সাসপেন্ড, এক্সপেল হয়ে গেল, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মুখে কোনও কথা নেই' । 'কার আশীর্বাদ এর মাথায় আছে যে এখনও সে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে' । 'দলের কোনও কর্মীর ওপর অন্যায় হতে দেব না' । তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । শুনেও কোনও মন্তব্য করতে চাননি তৃণাঙ্কুর ভট্টাচার্য