Swargaram Plus: ৮ অগাস্ট মধ্যরাতের আশপাশে খুন বিজেপি নেতা, পুলিশ সূত্রে খবর
ABP Ananda LIVE: বারুইপুরে বিজেপি নেতাকে নৃশংসভাবে খুন, ঘটনায় একাধিক মিসিং লিঙ্ক । ৮ অগাস্ট মধ্যরাতের আশপাশে খুন বিজেপি নেতা, পুলিশ সূত্রে খবর । ৯ অগাস্ট রাত ৯.৩৫-এ বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল'। বারুইপুর হাসপাতালে বিজেপি বুথ সভাপতিকে মৃত বলে ঘোষণা' । ৮ অগাস্ট মধ্যরাত থেকে ৯ অগাস্ট রাত ৯.৩৫-এর মাঝে কী ঘটেছিল? । বারুইপুর হত্যাকাণ্ডে মিসিং লিঙ্ক ঘিরে রহস্য । হাড়হিম করা খুনের ভিডিও তুলেছিলেন এক কলেজ ছাত্রী । কলেজ ছাত্রীর কাছ থেকে খুনের ভিডিও সংগ্রহ পুলিশের । ঘটনায় ধৃত মৃতের বাবা, ভাই-সহ ৪ জনকে হেফাজতে নিতে চায় পুলিশ । জেল হেফাজত থেকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ
ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপি সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব,কাছাকাছি মমতা ঠাকুর ও সুব্রত ঠাকুর?
ঠাকুরনগরের রাজনীতিতে নতুন সমীকরণ? কাছাকাছি তৃণমূল সাংসদ মমতা ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর? ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপি সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব। মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট বিলি ঘিরে বিজেপিতে সংঘাত। মমতা ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের কথা। মমতা ঠাকুরের দ্বারস্থ শান্তনু ও সুব্রত ঠাকুরের মা ছবি রানি ঠাকুর। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাট মন্দিরে কার্ড বিতরণ শান্তনু ঠাকুরের। নাট মন্দিরে কার্ড বিতরণের প্রতিবাদ বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব চরমে। তৃণমূলে যাওয়ার রাস্তা তৈরি করছেন সুব্রত, আক্রমণ শান্তনু ঠাকুরের। ২০২৪ সালে টিকিট না পেলে শান্তনুই তৃণমূলে যেতেন, পাল্টা সুব্রত ঠাকুর।
All Shows






























