Swargaram Plus : দুর্গাপুরকাণ্ডে গ্রেফতার ৩, নারীসুরক্ষা প্রশ্নে তপ্ত বঙ্গ রাজনীতি
ABP Ananda LIVE : দুর্গাপুরে IQ সিটি মেডিক্যাল কলেজের ডাক্তারির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। আরও একজনকে আটক করা হয়েছে। ধৃতরা এলাকারই বাসিন্দা। পুলিশের স্ক্যানারে নির্যাতিতার সহপাঠীও। ড্রোন উড়িয়ে এদিন তল্লাশি চলে। আজ দুর্গাপুরে যাচ্ছে রাজ্য মহিলা কমিশন। গণধর্ষণকাণ্ডে তুঙ্গে রাজনীতি। অভয়াকাণ্ডের বছর পার, ফের এক মেডিক্যাল পড়ুয়ার গণধর্ষণের অভিযোগ যা নিয়ে ছাব্বিশের আগে নারীসুরক্ষা প্রশ্নে তপ্ত বঙ্গ রাজনীতি। দুর্গাপুর কাণ্ডে বিরোধীরা একযোগে নিশানা করেছে মুখ্য়মন্ত্রীকে, পাল্টা বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শাসকের অস্বস্তি বাড়িয়ে রাজারহাট থেকে তমলুক, দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
জায়গায় জায়গায় গর্ত, জমেছে জল, ওৎ পেতে বিপদ! রাস্তা-যন্ত্রণায় ভুগছে শহর থেকে জেলা
ফের বর্ধমান স্টেশনে পদপিষ্ট, ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি, আহত ৭। বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে নামা-ওঠার সিঁড়িতে হুড়োহুড়ি। ৫ নম্বর প্ল্যাটফর্মে আসে হলদিবাড়ি এক্সপ্রেস। কর্ড লাইনে ৪ নম্বর প্ল্যাটফর্মে আসে হাওড়া-বর্ধমান যাওয়ার ট্রেন। আচমকা হাওড়া-বর্ধমান যাওয়ার ট্রেনটিকে মেন লাইনে করে দেওয়ায় বিপত্তি দেখা দেয়। ফুট ওভারব্রিজে দিয়ে নামা-ওঠার সময় পদপিষ্ট হতে হয় বহু যাত্রীকে। আহতদের মধ্যে ৩ জন মহিলা ও ৩ জন পুরুষ। জি আর পি ও স্টেশন পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।






























