Swargaram Plus LIVE : রাজ্যজুড়ে ডেঙ্গি উদ্বেগের মধ্যেই প্লেটলেটের আকাল
Sawrgaram Plus LIVE : রাজ্যজুড়ে ডেঙ্গি উদ্বেগের মধ্যেই প্লেটলেটের আকাল। মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে বিভিন্ন সরকারি হাসপাতাল, বারবার ঘুরেও চাহিদামতো রক্ত মিলছে না বলে অভিযোগ করছেন রোগীর পরিজনরা। কেন এই সঙ্কট? সূত্রের দাবি, পুজোর মরশুমে সেভাবে রক্তদান শিবির হয়নি। কেউ আবার দাবি করছেন, SIR-প্রক্রিয়ার ব্যস্ততার কারণে রক্ত সংগ্রহের ক্যাম্পে ভাঁটা পড়েছে।
একেই বলে, সঙ্কটের জোড়া ফলা! একদিকে রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত.....অন্যদিকে আশঙ্কা বাড়াচ্ছে রক্ত এবং প্লেটলেটের আকাল! তবে শুধু মশাবাহিত রোগে আক্রান্তরাই নন, অভিযোগ, সঙ্কটে ভুগছেন অন্যান্য রোগীরাও।তবে শুধু মশাবাহিত রোগে আক্রান্তরাই নন, অভিযোগ, সঙ্কটে ভুগছেন অন্যান্য রোগীরাও। মানিকতলা ব্লাডব্যাঙ্ক-সহ বিভিন্ন হাসপাতালে একই ছবি। মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে কলকাতা মেডিক্যাল কলেজ, নীলরতন সরকার হাসপাতাল থেকে আর জি কর মেডিক্যাল বা ন্যাশনাল মেডিক্যাল- সব জায়গাতেই রক্তের সঙ্কট, এমনই অভিযোগ করছে রোগীদের আত্মীদের একাংশ।
All Shows































