এক্সপ্লোর
Advertisement
সল্টলেকে পাঁচ বছর ধরে চেম্বার খুলে চিকিত্সা! বনগাঁ থেকে গ্রেফতার ভুয়ো চিকিত্সক
ভুয়ো নথি দেখিয়ে পাঁচ বছর ধরে খোদ সল্টলেকের বুকে রীতিমতো চেম্বার খুলে চিকিত্সা! অন্য এক চিকিত্সকের ডিগ্রি জাল করে, প্যাড ছাপিয়ে, তাতে প্রেসক্রিপশন লিখে রোগীদের ভাঁওতা দেওয়ার অভিযোগ! শেষ অবধি পর্দাফাঁস।
রঞ্জিত সাউ, কলকাতা: ভুয়ো নথি দেখিয়ে পাঁচ বছর ধরে খোদ সল্টলেকের বুকে রীতিমতো চেম্বার খুলে চিকিত্সা! অন্য এক চিকিত্সকের ডিগ্রি জাল করে, প্যাড ছাপিয়ে, তাতে প্রেসক্রিপশন লিখে রোগীদের ভাঁওতা দেওয়ার অভিযোগ! শেষ অবধি পর্দাফাঁস।
ভুয়ো চিকিত্সকের অভিযোগে বনগাঁর বাড়ি থেকে কৃষ্ণকুমার ঘোষ নামে এই ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।স্থানীয় সূত্রে দাবি, গত ৫ বছর ধরে চেম্বারে বসতেন কৃষ্ণকুমার। অভিযোগ, ভুয়ো নথি দেখিয়ে চিকিত্সা করতেন তিনি। একটি সরকারি হাসপাতালের চিকিত্সকের প্যাড জাল করে নিজের নাম বসিয়ে নিয়েছিলেন। সেই প্যাডেই তিনি রোগীদের প্রেসক্রিপশন দিতেন। সম্প্রতি বিষয়টি ওই সরকারি হাসপাতালের চিকিত্সকের নজরে আসে। তিনি বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বনগাঁর গোপালনগরের বাড়ি থেকে কৃষ্ণকুমারকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তিকে জাল নথি তৈরি করতে কারা সাহায্য করেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
Uncategorized (Uncategorized) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement