এক্সপ্লোর
Advertisement
কাছে নেই প্রিয়ঙ্কা, স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট নিকের
পোস্টে নিকের ক্যাপশন ‘মাই ফেভারিট লাফ’। তারকা-দম্পতি ভেসে গিয়েছেন হাসির রোলে।
মুম্বই: প্রিয়ঙ্কাকে কি খুব মিস করছেন নিক? তাঁর সাম্প্রতিক পোস্টে ইঙ্গিত তেমনটাই। নিকের ইনস্টাগ্রাম-পোস্টে উঠে এল স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্তের এক ঝলক। প্রিয়ঙ্কা এখন সুইৎজারল্যান্ডে। ‘ডাভোস ২০২০’-তে অংশ নিয়েছেন তিনি। ঠিক সেই মুহূর্তেই নিকের করা এই পোস্ট নজর কেড়েছে জোনাস-চোপড়া জুটির ভক্তদের।
ছবিতে ‘রিস্কি বিজনেস’ ছবির একটি দৃশ্য তুলে ধরেছেন প্রিয়ঙ্কা-নিক। টম ক্রুজ এবং রেবেকা ডি মোরনে যেভাবে সেই দৃশ্যে নিজেদের মেলে ধরেছিলেন, ঠিক ভঙ্গিমাতেই দেখা যাচ্ছে নিক-প্রিয়ঙ্কাকে। এই পোস্টে নিকের ক্যাপশন ‘মাই ফেভারিট লাফ’। তারকা-দম্পতি ভেসে গিয়েছেন হাসির রোলে।
এই ছবিটি আসলে নিক-প্রিয়ঙ্কার সাম্প্রতিক গান ‘হোয়াট আ ম্যান গট্টা ডু’-এর দৃশ্য। এই মিউজিক অ্যালবামে আছেন জো-ভাইরা। প্রিয়ঙ্কা ছাড়াও অভিনয় করেছেন জো জোনাসেরর স্ত্রী সোফি টার্নার এবং কেভিনের স্ত্রী ড্যানিয়েল।
Uncategorized (Uncategorized) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement