এক্সপ্লোর
Advertisement
হিন্দুকে রক্ত দিতে রমজানের উপবাস ভাঙলেন দেহরাদূনের এক মুসলিম ব্যক্তি
হিন্দুকে রক্ত দিতে রমজানের উপবাস ভাঙলেন এক মুসলিম। একজন ধর্মপ্রধান মুসলিমের কাছে পবিত্র রমজান মাসের গুরুত্ব কী, তা সবাই জানেন। এই মাসে উপবাসের গুরুত্ব কী, তাও সবারই জানা। কিন্তু দেহরাদুনের এক মুসলিম যুবক এক মহত্তম কারণে সেই উপবাস ভাঙলেন। তিনি ৩৯ বছরের আরিফ খান। গুরুতর অসুস্থ ২০ বছরের অজয় বিজলাওয়ানকে যাতে রক্ত দিতে পারেন, সেজন্য রমজানের উপবাস ভাঙলেন আরিফ। অজয় ম্যাক্স হাসপাতালে ভর্তি। তাঁকে জরুরি ভিত্তিতে এ পজিটিভ রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছিল। অজয়ের বাবার কাছ থেকে পাওয়া হোয়াটসঅ্যাপের মেসেজ থেকে অজয়ের রক্তের প্রয়োজনীয়তার কথা জানতে পেরেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে যান হাসপাতালে। কিন্তু সেখানে তাঁকে বলা হয়, রক্ত দিতে গেলে তার আগে কিছু খেতে হবে। প্রাথমিকভাবে একটু ধন্দে পড়ে গিয়েছিলেন আরিফ। শেষপর্যন্ত মানবতাকেই ধর্মের আগে স্থান দিলেন তিনি। উপবাস ভেঙে অজয়ের জন্য রক্ত দিয়ে একটা মহত্ দৃষ্টান্ত গড়লেন আরিফ।
হিন্দুকে রক্ত দিতে রমজানের উপবাস ভাঙলেন এক মুসলিম। একজন ধর্মপ্রধান মুসলিমের কাছে পবিত্র রমজান মাসের গুরুত্ব কী, তা সবাই জানেন। এই মাসে উপবাসের গুরুত্ব কী, তাও সবারই জানা। কিন্তু দেহরাদুনের এক মুসলিম যুবক এক মহত্তম কারণে সেই উপবাস ভাঙলেন। তিনি ৩৯ বছরের আরিফ খান। গুরুতর অসুস্থ ২০ বছরের অজয় বিজলাওয়ানকে যাতে রক্ত দিতে পারেন, সেজন্য রমজানের উপবাস ভাঙলেন আরিফ। অজয় ম্যাক্স হাসপাতালে ভর্তি। তাঁকে জরুরি ভিত্তিতে এ পজিটিভ রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছিল। অজয়ের বাবার কাছ থেকে পাওয়া হোয়াটসঅ্যাপের মেসেজ থেকে অজয়ের রক্তের প্রয়োজনীয়তার কথা জানতে পেরেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে যান হাসপাতালে। কিন্তু সেখানে তাঁকে বলা হয়, রক্ত দিতে গেলে তার আগে কিছু খেতে হবে। প্রাথমিকভাবে একটু ধন্দে পড়ে গিয়েছিলেন আরিফ। শেষপর্যন্ত মানবতাকেই ধর্মের আগে স্থান দিলেন তিনি। উপবাস ভেঙে অজয়ের জন্য রক্ত দিয়ে একটা মহত্ দৃষ্টান্ত গড়লেন আরিফ।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement