![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
পঞ্চায়েত অশান্তির জের, তৃণমূল কর্মীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে
মালদা: পঞ্চায়েত অশান্তির জের। প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ইংরেজবাজারে চাঞ্চল্য।
মারধর, গুলি, বোমাবাজি। মনোনয়ন ঘিরে অশান্তির জেরে গত কয়েকদিনে এসবই শোনা গিয়েছে। কিন্তু কেউ কারও নাক কামড়ে ছিঁড়ে নেবে, তা হয়ত অনেকেই ভাবতে পারেন না। এবার যা ঘটল মালদার ইংরেজবাজারের কোতোয়ালিতে।
বুধবার রাতে প্রচার সেড়ে বাড়ি ফিরছিলেন নিমাসরাইয়ের বাসিন্দা, তৃণমূলকর্মী রাজীব শেখ।
অভিযোগ, রাস্তায় তাঁর ওপর চড়াও হন কংগ্রেসকর্মী সেন্টু শেখ ও আনোয়ার শেখ।
তৃণমূল করা যাবে না বলে তাঁরা রাজীবকে হুমকিও দেন।
এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে।
অভিযোগ, এরপরই সেন্টু শেখ রাজীব শেখের নাক কামড়ে ছিঁড়ে ফেলেন। এরপরই পালিয়ে যান অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারা জখম তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেন।
অভিযুক্ত সেন্টু শেখ সম্পর্কে রাজীব শেখের মাসতুতো ভাই হন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই কাঠগড়ায় তুলেছে তারা।
দুই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।
অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ, মালদা
![পঞ্চায়েত অশান্তির জের, তৃণমূল কর্মীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে পঞ্চায়েত অশান্তির জের, তৃণমূল কর্মীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে](https://vodcdn.abplive.com/2018/04/4dc4662dc6f3a3e269158243edf44719.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মালদা: পঞ্চায়েত অশান্তির জের। প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ইংরেজবাজারে চাঞ্চল্য।
মারধর, গুলি, বোমাবাজি। মনোনয়ন ঘিরে অশান্তির জেরে গত কয়েকদিনে এসবই শোনা গিয়েছে। কিন্তু কেউ কারও নাক কামড়ে ছিঁড়ে নেবে, তা হয়ত অনেকেই ভাবতে পারেন না। এবার যা ঘটল মালদার ইংরেজবাজারের কোতোয়ালিতে।
বুধবার রাতে প্রচার সেড়ে বাড়ি ফিরছিলেন নিমাসরাইয়ের বাসিন্দা, তৃণমূলকর্মী রাজীব শেখ।
অভিযোগ, রাস্তায় তাঁর ওপর চড়াও হন কংগ্রেসকর্মী সেন্টু শেখ ও আনোয়ার শেখ।
তৃণমূল করা যাবে না বলে তাঁরা রাজীবকে হুমকিও দেন।
এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে।
অভিযোগ, এরপরই সেন্টু শেখ রাজীব শেখের নাক কামড়ে ছিঁড়ে ফেলেন। এরপরই পালিয়ে যান অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারা জখম তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেন।
অভিযুক্ত সেন্টু শেখ সম্পর্কে রাজীব শেখের মাসতুতো ভাই হন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই কাঠগড়ায় তুলেছে তারা।
দুই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।
অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ, মালদা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)