ইন্ডিয়ান অ্যারোজের সঙ্গে ড্র, মোহনবাগান সমর্থকদের বিক্ষোভ
নিজেদের মাঠে প্রথমবার আই লিগের ম্যাচ খেলতে নেমে হাসিমুখে মাঠ ছাড়তে পারলেন না মোহনবাগানের ফুটবলাররা। ইন্ডিয়ান অ্যারোজের সঙ্গে ম্যাচ ১-১ ড্র হল। ২৭ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে সবুজ-মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন দিপান্দা ডিকা। ৬ মিনিট পরেই গোল শোধ করে দেন রাহুল বালান। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-১। ৬৫ মিনিটে দ্বিতীয় হলুড কার্ড দেখে মাঠ ছাড়েন অমরজিৎ সিংহ কিয়াম। কিন্তু প্রতিপক্ষকে ১০ জনে পেয়েও গোল করতে পারেনি মোহনবাগান। ফলে ফের পয়েন্ট নষ্ট করল সঞ্জয় সেনের দল। খেলা শেষ হওয়ার পর ক্লাবের বাইরে বিক্ষোভ দেখান সমর্থকরা। কোচের বিরুদ্ধে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়।
নিজেদের মাঠে প্রথমবার আই লিগের ম্যাচ খেলতে নেমে হাসিমুখে মাঠ ছাড়তে পারলেন না মোহনবাগানের ফুটবলাররা। ইন্ডিয়ান অ্যারোজের সঙ্গে ম্যাচ ১-১ ড্র হল। ২৭ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে সবুজ-মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন দিপান্দা ডিকা। ৬ মিনিট পরেই গোল শোধ করে দেন রাহুল বালান। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-১। ৬৫ মিনিটে দ্বিতীয় হলুড কার্ড দেখে মাঠ ছাড়েন অমরজিৎ সিংহ কিয়াম। কিন্তু প্রতিপক্ষকে ১০ জনে পেয়েও গোল করতে পারেনি মোহনবাগান। ফলে ফের পয়েন্ট নষ্ট করল সঞ্জয় সেনের দল। খেলা শেষ হওয়ার পর ক্লাবের বাইরে বিক্ষোভ দেখান সমর্থকরা। কোচের বিরুদ্ধে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়।