এক্সপ্লোর
Advertisement
লাভ জেহাদের নামে নারকীয় হত্যাকাণ্ড রাজস্থানে, জীবন্ত পোড়ান হল মালদার বাসিন্দাকে
বিজেপি শাসিত রাজস্থানে নারকীয়কাণ্ড। রাজসমন্দ জেলায় লাভ জেহাদের নামে ১ ব্যক্তিকে কুপিয়ে খুন করে জ্বালিয়ে দেওয়া হল লাশ। খুন হয়ে যাওয়া ব্যক্তির নাম মহম্মদ আফরাজুল। আফরাজুলের বাড়ি মালদার কালিয়াচকে। তাঁর বয়স ৪৬।
গতকাল বিকেলে পুলিশের মাধ্যমে তাঁর পরিবারের লোকেরা এই খবর পান। খুন এবং কেরোসিন ছিটিয়ে লাশ জ্বালিয়ে দেওয়ার পরেও থামেনি নৃশংসতা। গোটা ছবি ভিডিও রেকর্ডিং করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দেওয়া হয়। তিন মাস আগে কাজের খোঁজে আফরাজুল বাড়ি থেকে বেরোন। বাড়িতে তাঁর স্ত্রী ও এক অবিবাহিত মেয়ে রয়েছে। আফরাজুল খুনে অভিযুক্তর নাম শম্ভুলাল রেগর। তাকে পুলিশ গ্রেফতার করেছে। ভিডিওতে ধরা পড়েছে গাঁইতি দিয়ে ক্রমাগত কুপিয়ে চলা শম্ভুলালের সামনে প্রাণভিক্ষা করে চলেছেন মহম্মদ আফরাজুল খান। তদন্তে নেমেছ রাজসমন্দ থানার পুলিশ।
বিজেপি শাসিত রাজস্থানে নারকীয়কাণ্ড। রাজসমন্দ জেলায় লাভ জেহাদের নামে ১ ব্যক্তিকে কুপিয়ে খুন করে জ্বালিয়ে দেওয়া হল লাশ। খুন হয়ে যাওয়া ব্যক্তির নাম মহম্মদ আফরাজুল। আফরাজুলের বাড়ি মালদার কালিয়াচকে। তাঁর বয়স ৪৬।
গতকাল বিকেলে পুলিশের মাধ্যমে তাঁর পরিবারের লোকেরা এই খবর পান। খুন এবং কেরোসিন ছিটিয়ে লাশ জ্বালিয়ে দেওয়ার পরেও থামেনি নৃশংসতা। গোটা ছবি ভিডিও রেকর্ডিং করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দেওয়া হয়। তিন মাস আগে কাজের খোঁজে আফরাজুল বাড়ি থেকে বেরোন। বাড়িতে তাঁর স্ত্রী ও এক অবিবাহিত মেয়ে রয়েছে। আফরাজুল খুনে অভিযুক্তর নাম শম্ভুলাল রেগর। তাকে পুলিশ গ্রেফতার করেছে। ভিডিওতে ধরা পড়েছে গাঁইতি দিয়ে ক্রমাগত কুপিয়ে চলা শম্ভুলালের সামনে প্রাণভিক্ষা করে চলেছেন মহম্মদ আফরাজুল খান। তদন্তে নেমেছ রাজসমন্দ থানার পুলিশ।
গতকাল বিকেলে পুলিশের মাধ্যমে তাঁর পরিবারের লোকেরা এই খবর পান। খুন এবং কেরোসিন ছিটিয়ে লাশ জ্বালিয়ে দেওয়ার পরেও থামেনি নৃশংসতা। গোটা ছবি ভিডিও রেকর্ডিং করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দেওয়া হয়। তিন মাস আগে কাজের খোঁজে আফরাজুল বাড়ি থেকে বেরোন। বাড়িতে তাঁর স্ত্রী ও এক অবিবাহিত মেয়ে রয়েছে। আফরাজুল খুনে অভিযুক্তর নাম শম্ভুলাল রেগর। তাকে পুলিশ গ্রেফতার করেছে। ভিডিওতে ধরা পড়েছে গাঁইতি দিয়ে ক্রমাগত কুপিয়ে চলা শম্ভুলালের সামনে প্রাণভিক্ষা করে চলেছেন মহম্মদ আফরাজুল খান। তদন্তে নেমেছ রাজসমন্দ থানার পুলিশ।
Video (Video) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement