যাদবপুরকাণ্ডে ক্ষমা প্রার্থনা করে অভিযুক্ত পড়ুয়ার মায়ের ভিডিও আবেদন। আবেদনের প্রেক্ষিতে পড়ুয়ার মাকে উদ্দেশ্য করে বাবুল সুপ্রিয়র টুইট। টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, চিন্তা করবেন না মাসিমা - আমি কোনও ক্ষতি করব না আপনার ছেলের। ওর ভুল থেকে ও শিক্ষা নিক, এটাই চাই। আমি নিজে কারোর বিরুদ্ধে কোনও এফআইআর তো করিইনি - কারোকে করতেও দিইনি - আপনি দুশ্চিন্তা করবেন না - তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা। আমার প্রণাম নেবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের অভিযোগ ওঠে দেবাঞ্জন বল্লভের বিরুদ্ধে। ওই পড়ুয়ার মায়ের একটি ভিডিও আবেদন সামনে এসেছে। সেখানে ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন মা। তার প্রেক্ষিতেই বাবুল সুপ্রিয়র টুইট।
Weather Update: সপ্তাহান্তে ২৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে এই জেলার তাপমাত্রা, তীব্র গরমের আশঙ্কা?
Kumortuli Incident Update: 'ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ' ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক
Kolkata News : খুনের পর মৃতার অ্যাকাউন্ট থেকে বিরাট অঙ্কের টাকা তুলেছিল ফাল্গুনী, অর্ডার করেছিল গয়নাও!
Arvind Kejriwal: এবার সংসদে কেজরিওয়াল? রাজনীতিতে নয়া ইনিংস, রাজ্যসভায় প্রবেশের পথে ‘মাফলার ম্যান’