Sandeshkhali |সন্দেশখালিতে পুলিশের উপর হামলাকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১২,এখনও অধরা মূল অভিযুক্ত
ABP Ananda Live: সন্দেশখালিতে পুলিশের উপর হামলাকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১২। ২ দিন পরেও অধরা মূল অভিযুক্ত মুসা। মুসার ভাইকে গ্রেফতার করল পুলিশ।
ধৃত ১২, কোথায় মুসা?
'দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে প্লিড করব', SIR রুখতে 'আইনের সাহায্য' নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য জুড়ে SIR শুনানি শুরু হওয়ার পর থেকেই জেলায় জেলায় হয়রানির অভিযোগ উঠছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ...ছবিটা একই। এই পরিস্থিতিতে SIR ইস্যুতে এবার সরাসরি সুপ্রিম কোর্টে সওয়ালের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গঙ্গাসাগরের সভা থেকে তিনি বলেন, "দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে গিয়ে প্লিড করব।" কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াইয়ে বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে। আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু ! এত মানুষকে যেভাবে হেনস্থা করেছে, তার বিরুদ্ধে। এবং প্রয়োজন পড়লে আমি নিজেও অনুমতি চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে গিয়ে প্লিড করব। আমি মানুষের হয়ে কথা বলব। আমি আইনজীবী হিসাবে যাব না, আমি আইনজীবী আছি...আমি একজন সাধারণ নাগরিক হিসাবে...আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার অনুমতি নেব। এবং চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব গ্রাসরুটে কী চলছে।"




















