TET: ২০১৪ সালের টেটের প্রশ্ন ভুল মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। Bangla News
২০১৪ সালের টেটের প্রশ্ন ভুল মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। ৬টি প্রশ্ন ভুল সংক্রান্ত মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। রায়দান স্থগিত রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। । ২০১৪-র টেটে অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীরাই কি পাবেন বাড়তি নম্বর ?। প্রশ্ন ভুলের অভিযোগে হাইকোর্টে মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী
বিতর্কিত প্রশ্ন খতিয়ে দেখতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠন হয় কমিটি। প্রশ্নে ভুল রয়েছে, জানায় বিশ্বভারতীর কমিটি। ২০১৮ সালে মামলাকারীদের পক্ষে রায় দেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। বাড়তি নম্বর দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেন বিচারপতি । 'এই নির্দেশ শুধুমাত্র মামলকারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে'। নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। 'এই নির্দেশ সব পরীক্ষার্থীর জন্যই কার্যকর করতে হবে'। দাবি তুলে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন একাধিক পরীক্ষার্থী। সেই মামলার শুনানিই আজ শেষ হল
![Kolkata Robbery : টার্গেট বৃদ্ধ দম্পতি, একতলার গ্রিল কেটে দোতলায় ডাকাতদল, দমদমে দুঃসাহসিক লুঠ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4dc28b0cf45dba4470b71607f1cacb721739786142592535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দুরা, 'মুখ্যমন্ত্রীকে বয়কট, কাল থেকে ধর্না'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/da417df7979d23e2a765e8e5e42c68dd1739784691039535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![West Bengal Assembly : বিধানসভা থেকে ১ মাসের জন্য সাসপেন্ড শুভেন্দুরা। নেপথ্যে কী কারণ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/456563ebff42fe07bd0d79891cb846121739784207323535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)