OTT Platforms Ban: আইন লঙ্ঘনের অভিযোগে ২৫টি OTT প্ল্যাটফর্ম ব্যান করল কেন্দ্রীয় সরকার
ABP Ananda LIVE : আইন লঙ্ঘনের অভিযোগে ২০টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যান করল কেন্দ্রীয় সরকার, পিটিআই সূত্রের খবর। 'আপত্তিকরভাবে মহিলাদের দেখানো হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে আইন'। উল্লু, অল্ট, দেশিফ্লিক্স সহ ২০টি ওটিটি প্ল্যাটফর্ম ব্যান করল কেন্দ্র। পর্ণ ছবির সহজলভ্যতা ঠেকাতে পদক্ষেপ কেন্দ্রের অল্ট, উল্লু, বিগ শটস্ অ্যাপ, দেশিফ্লিক্স, বুমেক্স, লাভাসারা লাইট, গুলাব অ্যাপ, আড্ডা টিভি সহ ২০টি ওটিটি প্ল্যাটফল্ম ব্যান করল কেন্দ্র, পিটিআই সূত্রের খবর।
ISF এর স্টুডেন্টস ফ্রন্টের বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা। মিছিল শুরু হতে না হতেই বাধা পুলিশের। টেনে হিঁচড়ে ISF কর্মীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। এদিন শান্তিপূর্ণভাবে জমায়েত হয়েছিলেন ISF কর্মীরা। তাঁদের বিকাশ ভবন যাওয়ার কথা হয়েছিল। কিন্তু তাঁদেরকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। কিছুটা সময় আগেই তাঁরা এবিপি আনন্দ-কে জানিয়েছিলেন, তাঁদের হাতে পেন কিলার রয়েছে। অর্থাৎ পুলিশ যদি তাঁদেরকে আটকায়, পেনকিলার খেয়েও তাঁরা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু শেষ অবধি দেখা গেল যে, তাঁরা যখন দাঁড়িয়েছিলেন, যারা বিকাশ ভবন যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, প্রত্যেককে আটক করে বিধাননগর কমিশনারেটের যে হেড কোয়াটার রয়েছে, সেখানে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে।



















