7:30tae Saradin: ১৮ দিনে ২ মৃত্যু, হাওড়ায় বিদ্যুতের মরণফাঁদ
নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি চত্বরে ঢুকে আটক ব্যক্তি। সন্দেহজনক উদ্দেশ্য ছিল, মনে করছে লালবাজার। নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ শুরু।
প্রশ্নে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা
বাংলায় কর্মীরা খুন হলেও পতাকা হাতে এগিয়ে চলেছেন। হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে নরেন্দ্র মোদির মুখে বাংলার সন্ত্রাস প্রসঙ্গ। জানালেন রবিশঙ্কর প্রসাদ।
পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে বাংলা। হায়দরাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠক মন্তব্য অমিত শাহের, জানালেন অসমের মুখ্যমন্ত্রী। (বাইটঃ বাংলা-তেলেঙ্গানার মানুষ পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে)
অধিকারী প্রাইভেট লিমিটেড ভুলে গেলেন, কটাক্ষ কুণালের। প্রকৃত সত্য অন্য। বিজেপি-তৃণমূলকে একযোগে আক্রমণ সুজনের। তৃণমূল-বামেরা পরিবারতন্ত্রের উর্ধ্বে নয়, পাল্টা শমীক।
কংগ্রেসের রাজনীতিও পরিবারনির্ভর। মোদিতে ভীত কংগ্রেস অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে। নিশানা অমিত শাহের। কংগ্রেসকে ভয় পেয়ে রাহুল গাঁধীকে ইডি হেনস্থা মোদির, পাল্টা অধীর।
মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনেও ধাক্কা খেলেন উদ্ধব ঠাকরে। রাজ ঠাকরের এমএনএসের সমর্থন। ১৬৪ ভোট পেয়ে জয়ী বিজেপি প্রার্থী। কাল শিণ্ডের সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা।
১৮ দিনে ২ মৃত্যু। হাওড়ায় বিদ্যুতের মরণফাঁদ। উলুবেড়িয়ায় ল্যাম্পপোস্টের ছেঁড়া তার সাইকেলে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের।
সমস্যার কথা স্বীকার বিদ্যুৎ বণ্টন সংস্থার।