Abhishek Banerjee: 'অমিত শাহকে ২০ জন মার্শাল নিয়ে বিল পেশ করতে হয়েছে', আক্রমণ অভিষেকের
ABP Ananda LIVE: সংবিধান সংশোধনী বিল নিয়ে বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । অমিত শাহকে ২০ জন মার্শাল নিয়ে বিল পেশ করতে হয়েছে' 'মোদি সরকার দেশবিরোধী, জনবিরোধী'। 'SIR থেকে নজর ঘোরানোর চেষ্টা বিজেপির' । 'SIR নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে পারেনি বিজেপি' 'ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির' । সব কিছুর ওপর নিয়ন্ত্রণ চায় সরকার'
আরও খবর...
অভয়ার পরিবারকে এবার আইনি নোটিস কুণাল ঘোষের । অভয়ার পরিবারের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি। রাজনৈতিক দলের শেখানো কথা বলছেন বলে আক্রমণ। 'কোনও নোটিস পাইনি, ওনার কথার কোনও জবাবও দেব না'। 'ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের একটাই লক্ষ্য মেয়ের জন্য বিচার'। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে পাল্টা আক্রমণে অভয়ার পরিবার।
তামান্নার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাতে হাইকোর্টের উদ্দেশে রওনা দিলেন তামান্নার মা। পুলিশি তদন্তে আস্থা নেই। তাই, সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি।


















