Agnimitra Paul: লড়াকু রাজ্য সভাপতির পক্ষে জোর সওয়াল অগ্নিমিত্রা পালের | ABP Ananda LIVE
ABP Ananda live: উপনির্বাচনে ভরাডুবি, বঙ্গ বিজেপিতে একে একে তথাগতর সুর! 'তৃণমূলের সঙ্গে লড়াইয়ের জন্য আপোসহীন রাজ্য সভাপতি চাই' লড়াকু রাজ্য সভাপতির পক্ষে জোর সওয়াল অগ্নিমিত্রা পালের । তাহলে কী সুকান্ত কম্প্রোমাইজিং? জবাব এড়ালেন অগ্নিমিত্রা
আরও খবর..
'উপনির্বাচনে ৬ আসনে তৃণমূলের জয়, মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মমতার'।'কর্মসমিতিতে যুক্ত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইঞা, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও জাভেদ খান'।'সংসদের ডিসিপ্লিনারি কমিটিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক','দলের ডিসিপ্লিনারি কমিটিতে সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য''বিধানসভা ডিসিপ্লিনারি কমিটিতে শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য','দিল্লিতে দলের মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন,কাকলি,ঘোষ,দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ','তৃণমূলের তরফে মিডিয়া কো-অর্ডিনেটর অরূপ বিশ্বাস','উত্তরবঙ্গে তৃণমূলের মুখপাত্র গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বরাইক','ঝাড়গ্রাম নিয়ে বলবেন বীরবাহা হাঁসদা, চা বাগান নিয়ে বলবেন মলয় ঘটক','বাংলার হয়ে বলবেন কুণাল ঘোষ, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য'।


















