Amit Shah: স্বাধীনতা আন্দোলনের সূচনা বাংলার মাটি থেকে, ক্ষুদিরাম, নেতাজির অবদান সবাই জানেন :অমিত শাহ । Bangla News
বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সন্ধ্যা বেলায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বক্তব্য রাখলেন। তাঁর বক্তব্যে বারবার স্বাধীনতার অমৃত মহোৎসবের প্রসঙ্গে উঠে আসে। তিনি বলেন, স্বাধীনতার অমৃত মহোত্সব দেশজুড়ে পালিত হচ্ছে। অনেক সংঘর্ষ, আত্মত্যাগের পর দেশ স্বাধীন হয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বহু বাধা পেরিয়ে এই স্বাধীনতার স্বাদ পেয়েছেন। এই সম্পর্কে বর্তমান প্রজন্মের অবগত থাকার প্রয়োজন আছে। তিনি স্বাধীনতা আন্দোলন প্রসঙ্গে বাংলার বিষয়ে বলেন,স্বাধীনতা আন্দোলনের সূচনা বাংলার মাটি থেকে। ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান সবাই জানেন। আমাদের বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্য এখনও বজায় আছে বাংলায়।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
