Ananda Sokal: পে লোডারে পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র বাঁশদ্রোণী, দফায় দফায় উত্তেজনা।
Kolkata News: পে লোডারে পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র বাঁশদ্রোণী। সকাল থেকে রাত দফায় দফায় উত্তেজনা। বারবার বিক্ষোভের মুখে পুলিশ। বাঁশদ্রোণীর বিক্ষোভ সামলাতে গিয়ে ঘেরাও পাটুলি থানার ওসি। কাদাজলে নামিয়ে বিক্ষোভ। উদ্ধারে তৃণমূলের বাহিনী। কাউন্সিলর ঘনিষ্ঠ হয়েও বিজেপি বলে দাবি। ছাত্র মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ বাঁশদ্রোণী। এখনও অধরা ঘাতক পে লোডারের চালক। ৪টি এফআইআর, ৫জন গ্রেফতার, জানাল পুলিশ। বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগে রাতভর থানায় রূপা। পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? কোন পথে আন্দোলন? সিদ্ধান্ত নিতে আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক। বিচারের দাবিতে এবার দিল্লি চলোর ডাক জুনিয়র ডাক্তারদের। রাজ্য সরকারের পাশাপাশি সিবিআইকেও নিশানা। আর জি করে ধর্ষণ-খুনের বিচার অধরা ৫৬ দিন। জুনিয়র ডাক্তারদের ডাকে রাজপথে জনজোয়ার। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা-মহামিছিলের পরে গঙ্গায় হাজার প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ। ABP Ananda Live