Anubrata Mondal: IC-কে কদর্য কথা, হুমকিকাণ্ডে ৫ দিন পার, দ্বিতীয় নোটিসেও হাজিরা দেননি কেষ্ট
ABP Ananda live: IC-কে কদর্য কথা। হুমকিকাণ্ডে ৫ দিন পার। দ্বিতীয় নোটিসেও হাজিরা দেননি কেষ্ট। এখনও হাত গুটিয়ে পুলিশ।TMCP নেতাকে সাসপেন্ড করলেও স্রেফ ক্ষমাতেই অনুব্রতকে মাফ?
আরও খবর..
যতটা সামনে এসেছে তার থেকেও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের সরকারি নথিই বলছে সেকথা। 'অপারেশন সিঁদুরে' পাকিস্তানের যতগুলি টার্গেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে ভারতের নিরাপত্তাবাহিনী জানিয়েছে, বাস্তবে তার থেকেও বেশি টার্গেট করা হয়েছে। পাকিস্তানই বলছে একথা। পাকিস্তানের অপারেশন বুনইয়ান উন মরসুস-এর তথ্য অনুযায়ী, ভারতের নিরাপত্তাবাহিনী যতগুলি টার্গেটে আঘাত হানার কথা বলেছে, বাস্তবে তার থেকে আরও সাতটি বেশিকে নিশানা করা হয়েছে। সরকারি সেই দলিলের ম্যাপ অনুযায়ী, পেশওয়ার, ঝাং, সিন্ধের হায়দ্রাবাদ, পাঞ্জাবের গুজরাত, ভাওয়ালনগর, আটোক ও চোরেও টার্গেট করেছে ভারতের নিরাপত্তাবাহিনী। গত মাসে অপারেশন সিঁদুরের পর ভারতের নিরাপত্তাবাহিনীর তরফে যৌথ সাংবাদিক বৈঠক করে অপারেশন সংক্রান্ত তথ্য জানানো হয়। পাকিস্তানের বক্তব্য, সেই সাংবাদিক বৈঠকে ভারতের বায়ুসেনা ও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল, তার মধ্যে উপরের এই সাতটি লোকশনের উল্লেখ ছিল না বলে সরকারি নথিতে উল্লেখ পাকিস্তানের।



















