Hoppipola: বিপর্যয় কাটিয়ে নতুন সাজে খুলল হপ্পিপোলা, হরেক পদে সেজেছে নতুন মেনু | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কসবার অ্য়াক্রোপলিস শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেটে গেছে বেশ কয়েকটা মাস।সেদিন আগুন থার্ড ফ্লোরে লাগলেও, ফোর্থ ফ্লোরে থাকা রেস্তোরাঁ হপ্পিপোলাও বেশখানিকটা ক্ষতিগ্রস্ত হয়।বিপর্যয় কাটিয়ে এবার নতুন সাজে খুলল হপ্পিপোলা। জিভে জল আনা হরেক পদে সেজেছে নতুন মেনু।
আরও খবর...
হুগলির খানাকুলে কয়েক জায়গায় জল কমলেও সমস্য়ার অন্ত নেই মানুষের। কোথাও জলকষ্টের মাঝেই ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে । কোথাও আবার পঞ্চায়েতে সরকারি ত্রাণ চুরির অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্য়ে এসেছে বিজেপির কোন্দল। এদিকে হাওড়ার উদনারায়ণপুর সহ একাধিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি। এই আবহে, চাষের জমি থেকে জল সরানোর জন্য়, জেলা সেচ দফতরের তরফে পাম্প বসানো হয়েছে।
রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে আরও বাড়ল DVC ও রাজ্য সরকারের সংঘাত। DVC-র অফিস কলকাতা থেকে সরিয়ে নিয়ে গেলেও কোনও আপত্তি নেই। পরিষ্কার বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দুষছে বিজেপি। বন্যা পরিস্থিতি তৈরি করতে, ধারনক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছনোর আগেই ছেড়ে দেওয়া হয়েছে রাজ্যের অধীনে থাকা বাঁধগুলি, বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি। এখানেও ঘুরে ফিরে আসছে সেই আর জি কর প্রসঙ্গ।