Bangladesh News: ওপার বাংলায় নিপীড়িত হিন্দুরা, এপার বাংলায় জোরদার হচ্ছে প্রতিবাদ
ABP Ananda Live: ওপার বাংলায় নিপীড়িত হিন্দুরা। এপার বাংলায় জোরদার হচ্ছে প্রতিবাদ। কাল জেলায় জেলায় প্রতিবাদ মিছিল ও সভা করল বিভিন্ন হিন্দু সংগঠন। কোথাও সামিল হল বিজেপিও। দিল্লিতে প্রতিবাদ করুন। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
আরও খবর, হাতি দেখতে আসাই কাল হল। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে হাতির আক্রমণে মৃত্যু হল ১৪ বছরের কিশোরের। ৮ ঘণ্টা পর হাতিগেরিয়া জঙ্গল থেকে উদ্ধার হল অষ্টম শ্রেণির ছাত্রের দেহ। বৃহস্পতিবার ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়াড়িতে ঢোকে ৬০-৬৫টি হাতির দল।কয়েকদিন ধরে তারা দাপিয়ে বেড়াচ্ছে। গতকাল হাতি দেখতে জঙ্গলে ঢোকে ১৪ বছরের দেবব্রত মাহাতো। তারপর থেকে তার খোঁজ মিলছিল না। রাত ১১টা নাগাদ জঙ্গল থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। গতকাল রাতে তেলিপুকুর এলাকায় ৩টি বাড়িতে ভাঙচুর ও ধান খেত তছনছ করে হাতির দল। আতঙ্কিত গ্রামবাসীরা।