Fake Aadhar Card: ফের বাংলাদেশি নাগরিকের ভারতীয় আধার কার্ড, পানিট্যাঙ্কিতে গ্রেফতার । ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফের বাংলাদেশি নাগরিকের ভারতীয় আধার কার্ড, পানিট্যাঙ্কিতে গ্রেফতার । পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালে ঢোকার চেষ্টা ধৃতের । আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারের চেষ্টা, তল্লাশিতে উদ্ধার বাংলাদেশি নথি । বাংলাদেশি পরিচয়পত্রে নাম মহম্মদ মানিক, আধার কার্ডে নাম রাতুল খান । বাংলাদেশি নাগরিক বলে জেরায় স্বীকার ধৃতের, দাবি পুলিশ ও SSB-র । ধৃত ব্যক্তি বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা, দাবি SSB সূত্রে । পরে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় SSB
আরও খবর...
SIR বিতর্কের মধ্যেই এবার দেগঙ্গায় ভোটার তালিকায় কারচুপির অভিযোগ । শ্বশুরকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ । দূর সম্পর্কের মামাকে বাবা বানিয়ে ভোটার হয়েছেন কেউ, অভিযোগ বিজেপির
শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলায় অভিযুক্ত ১০ জন । দেগঙ্গার কলসুর পঞ্চায়েতের ২৫৩ নম্বর বুথে ভুরি ভুরি কারচুপির অভিযোগ । শ্বশুরকে বাবা দেখিয়ে নাম তোলার অভিযোগ স্বীকার এক অভিযুক্তের
কাটমানির বিনিময়ে নাম তোলার ব্যবস্থা করেছে তৃণমূল, অভিযোগ বিজেপির । ভোটার তালিকা সংযোজন-বিয়োজন কমিশনের কাজ, পাল্টা তৃণমূলের । নিয়ম মেনেই হয়েছে, অবৈধ হলে বিডিওকে জানাব, দাবি বুথের বিএলও-র



















