Bankura: এবার মিড ডে মিলের খাবারে কাঁকড়া বিছে ! বাঁকুড়ার পরমবহংস যোগানন্দ বিদ্যাপীঠে চাঞ্চল্য | ABP Ananda LIVE
MID Day Meal: সাপ, টিকটিকির পর এবার মিড ডে মিলের খাবারে কাঁকড়া বিছে! বাঁকুড়ার লছমনপুর পরমবহংস যোগানন্দ বিদ্যাপীঠে চাঞ্চল্য। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে সরব অভিভাবকরা। স্কুলের বাইরে বিক্ষোভ অভিভাবকদের। নিম্নমানের সবজি দিয়ে স্কুলে মিড ডে মিলের রান্নার অভিযোগ। চাঁচল ২ নম্বর ব্লকের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলাশাসকের। শুক্রবার সকাল থেকে রামপুরহাট, বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে। বুলডোজার দিয়ে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় চলছে অভিযান। ২ জায়গাতেই মোতায়েন পুলিশবাহিনী। হলদিয়া বন্দরে চলছে উচ্ছেদ অভিযান। অবৈধ দখলদারদের সরাতে এসে বাধার মুখে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। ২ দিন ধরে রাজ্যজুড়ে চলেছে লাগাতার উচ্ছেদ অভিযান। এরপর বৃহস্পতিবার নবান্নের আরও এক বৈঠক থেকে, এবার সাময়িক অভিযান-বিরতির ঘোষণা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। জবরদখল নিয়ে কড়া মমতা বন্দ্য়োপাধ্য়ায় পুলিশ-প্রশাসনকে হুঁশিয়ারি। সোমবার নবান্নের বৈঠকে বেআইনি দখলদারি রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপর ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে যায় পুলিশি অভিযান। চলতে শুরু করে বুলডোজার। ২ দিন লাগাতার উচ্ছেদ অভিযান চলার পর বৃহস্পতিবার নবান্নের আরও এক বৈঠক থেকে, এবার সাময়িক অভিযান-বিরতির ঘোষণা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ABP Ananda Live