Basirhat news : বসিরহাটে চায়ের দোকানে তৃণমূল নেতার উপর হামলা, চরম পরিণতি
ABP Ananda LIVE : বসিরহাটে চায়ের দোকানে খুন তৃণমূল কর্মী ! বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন !দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগরাত ৯.৩০: তৃণমূল কর্মীকে আনার হোসেন গাজিকে খুন।বসিরহাটের গোটরা পঞ্চায়েতের ঘোনা বাজারের ঘটনা।বাড়ি থেকে কিছুটা দূরে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল কর্মী ।৭ থেকে ৮ জন এসে তৃণমূল কর্মীর ওপর হামলা চালায় বলে অভিযোগ।বেশ কয়েকরাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, অভিযোগ স্থানীয়ের।মৃত্যু নিশ্চিত করতে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ।বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মীকে মৃত ঘোষণা ।নিহত তৃণমূল কর্মী বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসেবে পরিচিতি।বিধায়কের সঙ্গে একাধিক জায়গায় তার দেখা গিয়েছে, দাবি নিহত তৃণমূল কর্মীর পরিবারের। বেশ কয়েকরাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, পুরনো শত্রুতার জেরে খুন, প্রাথমিক অনুমান পুলিশের।



















