CPM News: ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, বামেদের প্রতিবাদ মিছিলে উত্তেজনা
ABP Ananda LIVE : ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, বামেদের প্রতিবাদ মিছিলে উত্তেজনা। বহরমপুরে বামেদের মিছিলে উত্তেজনা।
ভিডিও বিতর্কে পাল্টা দিল্লি পুলিশের বিরুদ্ধে থানায় পরিযায়ী পরিবার। বাঙালি বলে দিল্লিতে 'হেনস্থা', থানায় পরিযায়ী পরিবার। দিল্লি পুলিশের বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের। 'বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার', ফুটেজও কারচুপির অভিযোগ। থানায় অত্যাচার, পার্কে নিয়ে গিয়েও নির্যাতনের অভিযোগ। 'প্রথমে থানায় অত্যাচার, পরের দিন নির্জন পার্কে নিয়ে গিয়ে অত্যাচার'। জয় শ্রীরাম না বলায় অত্যাচারের অভিযোগ পরিযায়ী পরিবারের। বিতর্কের মুখে মধুবিহার থানায় নিয়ে গিয়ে ফের অত্যাচারের অভিযোগ। কিছুই হয়নি, সাজানো ঘটনা বলে কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ। দিল্লি পুলিশের বিরুদ্ধে ফুটেজে কারচুপি, ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। 'রাজনৈতিক কর্মীর প্ররোচনায় সাজানো ভিডিওর দিল্লি পুলিশের তত্ত্বও খারিজ'। একটা ফুটেজ দেখিয়ে অত্যাচারের আসল ফুটেজ না দেখানোর অভিযোগ। দিল্লি পুলিশের পাল্টা, শিশু-সহ পরিবারকে এনে পাল্টা আক্রমণে তৃণমূল।



















