BGBS: 'উনি শিষ্টাচার জানেন না', মুখ্যমন্ত্রীর-এজেন্সি মন্তব্যের সমালোচনায় সুকান্ত।Bangla News
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে রাজ্যপালকে (Jagdeep Dhankar) কেন্দ্রীয় সংস্থা দ্বারা শিল্পপতিদের বিব্রত না করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এ প্রসঙ্গে বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই, আমাদের তরফে সবরকম সাহায্যই আপনি পাবেন। আগে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক করতে বলুন। আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে তবে কোন শিল্পপতিই আসবেন না। মুখ্যমন্ত্রী এমন একটি মঞ্চে এ ধরনের মন্তব্য করেছেন যেটা ওনার করা কখনওই ঠিক নয়। শিষ্টাচার জানেন না মুখ্যমন্ত্রী। এবার আমরা এটা বুঝতে পারছি না মাননীয়া মুখ্যমন্ত্রী শিল্পপতিদের সামনে রেখে নিজের পরিবারের কথা বা নেতা মন্ত্রীদের কথা বলতে চেয়েছেন কি না’।


















