Bihar Constable Recruitment: ২০২৩-এ বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেফতার ৪
ABP Ananda LIVE: ২০২৩-এ বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেফতার ৪। ধৃতদের মধ্যে ৩ জন রাজ্যের বাসিন্দা। ধৃত কৌশিক কর, সুমন বিশ্বাস, সঞ্জয় দাস উত্তর ২৪ পরগনার বাসিন্দা। গত অক্টোবরে নিট কেলেঙ্কারির কিংপিন সঞ্জীব মুখিয়া এ রাজ্যে এসে এক সপ্তাহ ছিল। মধ্যমগ্রামের কাছে গঙ্গানগরে একটি প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র ছাপানো হয়, দাবি পাটনা পুলিশের। ওই প্রেসের মালিক কৌশিক কর। ধৃত ৩ জনের নিট প্রশ্নপত্র ফাঁস মামলার যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বৃষ্টির মাঝে খাস কলকাতায় মর্মান্তিক মৃত্যু। দক্ষিণ কলকাতায় গল্পগ্রিনে গাছের ডাল চাপা পড়ে মারা গেলেন এক রিকশাচালক। দুর্ঘটনায় নিহত রিকশচালকের নাম অলক কয়াল। তিনি ক্যানিংয়ের বাসিন্দা। এই এলাকায় রিকশা চালাতেন।
এদিন তাঁর কাজের মাঝেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি কৃষ্ণচূড়া গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই সময়েই আচমকা ওই গাছের বিশাল একটি ডাল ভেঙে পড়ে। সেই গাছের ডালে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
![Suvendu Adhikari: 'হিন্দু শব্দে আতঙ্কিত মুখ্যমন্ত্রী, মা সরস্বতীর নামে আতঙ্কিত', আক্রমণ শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/0622b47302fbb5a20608aab3142407111739886977280968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)